কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত এক ও আহত ছয়
আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। তালেবান কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছেন।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি এক টুইটে জানিয়েছেন, কাবুলের পশ্চিমে ঘনবসতিপূর্ণ শিয়া অধ্যুষিত এলাকা দাস্ত-ই বারচিতে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে।
হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিত কোনও তথ্য জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বলেছেন, সাতজন নিহত ও নয়জন আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাবুলের কারতে-৩ এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এক তালেবান কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা বাহিনী এখনও তথ্য সংগ্রহ করছে।
স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে আগুনে পুড়ে একটি গাড়ি ধ্বংস হয়ে যেতে দেখা গেছে। সম্প্রতি কয়েকদিনে কাবুলে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নগরীর পশ্চিমের শিয়া এলাকাগুলো কয়েকবারই হামলার নিশানা হয়েছে।
কাবুলে বুধবারের জোড়া বোমা বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। তবে মসজিদসহ কয়েকটি শিয়া এলাকায় কয়েক দফা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
দাস্ত-ই বারচির এক অধিবাসী মোহাম্মদ নবী বলেছেন, দ্বিতীয় বিস্ফোরণেও হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হয়েছে। তবে, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।