কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয় : অমিত শাহ
কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার অভিযোগও এনেছেন তিনি।
বুধবার (৫ অক্টোবর) ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিজের প্রথম জনসভায় এসব মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর প্রথমবারের মতো কাশ্মীরের বারামুল্লায় বক্তৃতা করেন অমিত শাহ। এ সময় তিনি ‘সত্তর বছর ধরে কাশ্মীর শাসনকারী তিনটি পরিবারের’ বিরুদ্ধে নিজের ক্ষোভ তুলে ধরেন।
অমিত শাহকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করার পরই ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
অমিত শাহ সমাবেশে বলেন, ‘কিছু লোক আমাকে পরামর্শ দিচ্ছে যে, আমার পাকিস্তানের সঙ্গে কথা বলা উচিত। যারা এখানে সত্তর বছর ধরে শাসন করেছে তারাও আমাকে এই পরামর্শ দিচ্ছে। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, আমি পাকিস্তানের সঙ্গে কথা বলতে চাই না। আমি বারামুল্লার গুজ্জর ও পাহাড়িদের সঙ্গে কথা বলব। আমি কাশ্মীরের তরুণদের সঙ্গে কথা বলব।’
তিনি দাবি করেন, ‘তারা (পাকিস্তান) এখানে সন্ত্রাস ছড়িয়েছে। তারা কাশ্মীরের জন্য কী ভালো করেছে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বারামুল্লায় বুধবারের সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজারেরও বেশি লোক অংশগ্রহণ করে। যাদের বেশিরভাগই তাংধর, উরি এবং বান্দিপোরার মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অঞ্চলের বাসিন্দা।
অমিত শাহ তার ২৫ মিনিটের বক্তৃতার একটি বড় অংশ ব্যবহার করেছেন মূলত ‘৭০ বছর ধরে কাশ্মির শাসন করা তিনটি পরিবারের’ নিন্দা জানাতে। যদিও বিজেপি নেতারা প্রায়শই আবদুল্লাহ এবং মুফতিদের পরিবারকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছেন, তবে এবারই প্রথমবারের মতো গান্ধীদেরও আক্রমণ করেছেন অমিত শাহ।