কুয়েতে বিদেশিদের প্রবেশে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা
নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য অন্যান্য দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে কুয়েত মন্ত্রিসভা জানিয়েছে, প্রথম-স্তরের আত্মীয়-স্বজন, যেমন—অভিভাবক, সন্তানসহ গৃহকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে যারাই প্রবেশ করবে, তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।
এ ছাড়া রাত ৮টার মধ্যে ব্যায়ামাগার, সেলুন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফার্মেসি, সুপারমার্কেট ও অন্যান্য খাবারের দোকান এর আওতায় থাকবে না।
কুয়েতে গতকাল বুধবার আরো ৭৫৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
এদিকে, তেল উত্পাদনকারী অঞ্চলে সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করছে বিধিনিষেধ আরোপ করছে উপসাগরীয় আরব দেশগুলো।
চলতি সপ্তাহে ২০টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এর মধ্যে সৌদি আরবের নাগরিক, কূটনীতিক ও চিকিৎসা কর্মকর্তারা এবং তাদের পরিবার এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার জানানো হয়েছে, রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, বিনোদন কর্মকাণ্ড ও অনুষ্ঠান ১০ দিন বন্ধ থাকবে।
সৌদি আরবে গতকাল বুধবার ৩০৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে।