ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো কাউন্টিতে এসইউভি ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো কাউন্টিতে এসইউভি ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) এ কথা জানিয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে হাইওয়ে পেট্রোল জানায়, স্টেট রুট ৩৩-এ শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এসইউভির ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে অপর দিক থেকে আসা পিকআপের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপে আগুন ধরে যায়। এর আট যাত্রীর সবাই এবং এসইউভির ড্রাইভার প্রাণ হারান।

এনটিভি অনলাইন ডেস্ক