গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবে ১২ জনের মৃত্যু
গ্রিসের আইওনিয়া সাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে ১২ জন মারা গেছেন ও ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
ঘটনার পর বেঁচে যাওয়াদের উদ্ধার করার জন্য আকাশ ও সমুদ্রপথে অনুসন্ধান শুরু করা হয়।
তদন্ত চলমান থাকায় নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডের একজন মুখপাত্র শনিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, মৃত ও উদ্ধারকৃত অভিবাসীদের গ্রিক দ্বীপ পাক্সোসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাওয়া গেছে। তিনি বলেন, ‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ওই নৌকাটিতে ৫০ জন মানুষ ছিলেন।’
কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে কেউ একজন গ্রিসের জাতীয় জরুরি নম্বর ১১২-তে ফোন করে নৌকাডুবির বিষয়টি জানায়। পরে চারটি বাণিজ্যিক জাহাজ, ছয়টি কোস্টগার্ড জাহাজ ও একটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু করা হয়।