তৃতীয় সন্তানের বাবা হলেন দুবাই ক্রাউন প্রিন্স শেখ হামদান
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হওয়ার কথা জানান তিনি। একই ছবি তার স্ত্রী শেখা বিনতে সাঈদ বিন থানি আল মাকতুম নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) এই পোস্ট করা হয়। খবর খালিজ টাইমের।
দুবাই ক্রাউন প্রিন্স তৃতীয় সন্তানের জন্মের ঘোষণা দিয়ে তার লাখ লাখ সামাজিক যোগাযোগমাধ্যমের ফলোয়ারদের অবাক করে দিয়েছেন। ২০২১ সালের ২১ মে যমজ সন্তানদের বাবা হন ক্রাউন প্রিন্স। যমজ সন্তানদের নাম রশিদ ও শাইখা। সেই সময় শেখ হামদান খুশির খবরটি ঘোষণা করতে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
শেখ হামদান নিয়মিত সন্তানদের সঙ্গে বিভিন্ন ক্রিয়াকলাপ উপভোগ করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তিনি যমজ সন্তানদের সঙ্গে উটের দৌড়, ঘুড়ি ও বাজপাখি উড়ানোর ছবিও পোস্ট করেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি ফ্রান্সের কুরচেভেলেতে ছুটির কাটানোর সময় সন্তানদের সঙ্গে স্কিইং কার্যক্রম উপভোগ করার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন।