নিশ্ছিদ্র নিরাপত্তায় ইডেন গার্ডেনসে খেলা দেখবেন প্রধানমন্ত্রী
নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে কলকাতার ইডেন গার্ডেনসে বসে ভারত-বাংলাদেশের দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে জন্য আজ শুক্রবার ইডেন গার্ডেনস ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশসহ (জেএমবি) একাধিক জঙ্গি সংগঠনের হুমকি থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাড়তি সতর্ক রয়েছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার সূত্রে জানা গেছে, ২২ গজে প্রতিদ্বন্দ্বী হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ইডেন গার্ডেনসে আজ বিশেষ নিরাপত্তাবলয় থাকছে। ইডেন গার্ডেনসে শেখ হাসিনার জন্য পৃথক একটি বক্স তৈরি করা হয়েছে। সেটি ঘিরে রাখবেন কমান্ডোরা। ওই বক্সে শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা থাকবেন।
বাংলাদেশের একটি নিরাপত্তা দল এরই মধ্যে ইডেন গার্ডেনসে ওই বিশেষ সুরক্ষা ব্যবস্থা বুঝে নিয়েছে। প্রধানমন্ত্রীর একটি নিরাপত্তা দল সেখানে থাকবে। তবে কলকাতা শহরে থাকাকালে শেখ হাসিনার নিরাপত্তার মূল দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। সাম্প্রতিক সময়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সফরে কলকাতায় এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানায়, বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি যে পশ্চিমবঙ্গে সক্রিয়, তার প্রমাণ অতীতে কয়েকবার মিলেছে। পশ্চিমবঙ্গে জেএমবির কয়েকজন সদস্য ধরাও পড়েছে। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সামান্যতম ঝুঁকিও রাখতে চায় না পুলিশ। সে কারণেই নিরাপত্তার বহর বাড়ানো হয়েছে শেখ হাসিনার জন্য।
আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ইডেন গার্ডেনসে গোলাপি বলের যুগে পা রাখবে বাংলাদেশ-ভারত, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় উপস্থিত থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাচটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে অভিনব পদ্ধতিতে বল তুলে দেওয়ার কথা জানিয়েছিল বিসিসিআই।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) জানায়, ঐতিহাসিক ইডেন গার্ডেনসে আকাশ থেকে নামবে প্যারাট্রুপারদের একটি চৌকস দল। তাঁরাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধিনায়কদের হাতে বল তুলে দেবেন।
কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে শো-টি বাতিল করেছে সিএবি। এ ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যস্ততার কারণে ম্যাচটিতে আসতে পারছেন না বলেও জানিয়েছে সিএবি। সিএবির এক কর্তার কথায়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন। তাঁদের সামনে হেলিকপ্টার শো আয়োজনে কোনো ঝুঁকি নিতে চায় না সিএবি। নিরাপত্তার কারণেই তা বাতিল করা হয়েছে।’
হেলিকপ্টার শো বাতিল হলেও বাকি সব অনুষ্ঠানই হবে স্বমহিমায়। গোলাপি বলে ভারত ও বাংলাদেশের প্রথম দিনরাতের টেস্টে শুক্রবার প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরে গাইবেন বাংলাদেশের সংগীতশিল্পী রুনা লায়লা। কলকাতায় এসে বৃহস্পতিবার রাতেই তিনি ঘুরে গেলেন ইডেনে। সঙ্গে ছিলেন এপার বাংলার গায়ক ও সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।
নতুন ইতিহাসে পা রাখার এই ম্যাচটিকে আকর্ষণীয় করে তুলতে আয়োজনে কোনো কমতি রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী। টেস্টের প্রথম দিন ইডেনের ক্লাব হাউস থেকে ঘণ্টা বাজিয়ে গোলাপি টেস্টের সূচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর ক্যানসার আক্রান্ত শিশুদের হাত ধরে মাঠে প্রবেশ করবেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে কণ্ঠ মেলাবেন জাতীয় সংগীতে। গোলাপি বলের এই ম্যাচে সাবেক তারকাদের সঙ্গেও মঞ্চ মাতাবে শিশুরা। ভারতের সাবেক ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলবে তারা, যার জন্য কয়েক দিন ধরে ৪০ জন ক্যানসার আক্রান্ত বাচ্চাদের এই নিয়ে প্রশিক্ষণ দিয়েছে কলকাতার বারুইপুরের একটি হোম। এ ব্যাপারে ‘আনন্দঘর’ হোমের কর্ণধার কল্লোল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘এখনো সমাজে এইচআইভি আক্রান্ত মানুষকে স্পর্শ করতে অনেক মানুষই ভয় পান। ক্রিকেটের মাধ্যমে সে ভয় কাটানোর জন্য আমরা নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে আবেদন করেছিলাম।’
গোলাপি বলের ম্যাচটি সাড়া ফেলবে, সেটির ইঙ্গিত আগে থেকেই ছিল। কিন্তু এতটা যে হবে, সেটা আঁচ করতে পারেননি সৌরভ নিজেও। এরই মধ্যে টেস্টের প্রথম চার দিনের টিকেট বিক্রি হয়ে গেছে। টেস্ট ক্রিকেট নিয়ে এমন উৎসবে রোমাঞ্চিত সৌরভ নিজেও। আয়োজনের মহড়ার কিছু আভাস দিয়ে একদিন আগে দিয়ে রাখলেন সৌরভ, ‘ম্যাচটিতে লাঞ্চের সময় শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেদের উপস্থিতিতে একটি টক শো আয়োজিত হবে। ম্যাচের চা বিরতির সময় গলফ কার্টে করে সাবেক অধিনায়করা মাঠ প্রদক্ষিণ করবেন। মিউজিক পারফরম্যান্স থাকবে। দিন শেষে সবার জন্য থাকবে সংবর্ধনা ও স্মারক সম্মাননার আয়োজন। রুনা লায়লার পারফরম্যান্স, জিৎ গাঙ্গুলীর পারফরম্যান্স, সৌমেন্দ্র, সৌরজিতের পারফরম্যান্স ও প্রচুর ফাংশন থাকবে।’

কলকাতা সংবাদদাতা