দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বহুল। ছবি : বাসস
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বহুল আলোচিত ‘১এমডিবি’ (ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ) দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় তহবিল থেকে কয়েকশ কোটি ডলার লুটপাটের দায়ে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) আদালত এই রায় প্রদান করেন। পুত্রাজায়া থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
রায় প্রদানকালে বিচারক কলিন লরেন্স সিকেরাহ পর্যবেক্ষণে বলেন, প্রসিকিউশন পক্ষ আসামির বিরুদ্ধে আনা প্রথম অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ কারণে আদালত আসামিকে প্রথম অভিযোগে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উল্লেখ্য, এই মামলার রায়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত বিচারিক প্রক্রিয়ায় নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ প্রমাণিত হলো।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)