পুতিন-মোদির ফোনালাপে যে কথা হলো
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/01/modiputin.jpg)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে খাদ্যশস্যসহ জরুরিপণ্য রপ্তানি নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করে বলেছেন, ‘রাশিয়া এখন পর্যন্ত শস্যপণ্য, সার ও জ্বালানির নির্ভরযোগ্য উৎপাদক এবং সরবরাহকারী।’
বৈশ্বিক খাদ্যবাজার নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুতিন ও মোদি। ফোনালাপে পুতিন চলমান বৈশ্বিক খাদ্যমূল্য বৃদ্ধির জন্য কিছু দেশের পদ্ধতিগত ভুলকে দায়ী করেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/01/modiputin-insaartt.jpg)
ভ্লাদিমির পুতিন বলেন, ‘বেশকিছু দেশ মুক্তবাজার অবকাঠামো ভেঙে কিছু পদ্ধতিগত ভুল করায় খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।’