ফ্রান্সে বিতর্কিত পেনশন বিল অনুমোদন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/12/phraans-ryyttaars-.jpg)
ফ্রান্সের সিনেট শ্রমিক সংগঠনগুলোর তীব্র প্রতিবাদের মুখে পেনশন সংস্কার পরিকল্পনা অনুমোদন করেছে। ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গুরুত্বপূর্ণ এই সংস্কারের বিরুদ্ধে রাস্তায় লাখ লাখ লোকের বিক্ষোভের মধ্যেই শনিবার সিনেটে ১৯৫ ভোটে এটি পাস হয়।
এর মাধ্যমে এ সংস্কার পরিকল্পনাকে আইনে পরিণত করার সুযোগ আরো এক ধাপ এগিয়ে গেলো। এখন একটি কমিটি এর চূড়ান্ত খসড়া তৈরি করবে। এরপর চূড়ান্ত ভোটের জন্যে সিনেট ও ন্যাশনাল এসেম্বলিতে জমা দেবে।
ভোটের পর দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, আজ সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। পেনশন সংস্কার পরিকল্পনা সিনেটে ব্যাপক ভোটে পাশ হয়েছে।
সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে সংস্কার পরিকল্পনা পাশ করতে পারবে বলে তিনি আশা করেন।
এদিকে এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করা শ্রমিক ইউনিয়গুলো এখনও আশা করছে সংস্কার পরিকল্পনা চূড়ান্ত করা থেকে তারা ম্যাক্রোঁ সরকারকে পিছু হটিয়ে দিতে পারবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে প্রায় তিন লাখ ৬৮ হাজার লোক বিক্ষোভ করেছে। যদিও পুলিশ ধারনা করেছে আট থেকে ১০ লাখ লোক বিক্ষোভে অংশ নিয়েছে।
উল্লেখ্য, ফ্রান্স সরকারের পরিকল্পনায় অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ করা হয়েছে। এছাড়া পেনশনের পুরো টাকা পেতে হলে অন্তত ৪৩ বছর চাকুরি করতে হবে।সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিএফএমটিভিতে শনিবার প্রচারিত এক জনমত জরিপে ৬৩ শতাংশ ফরাসী জনগণ বিক্ষোভের পক্ষে এবং ৫৪ শতাংশ ধর্মঘট ও অবরোধের পক্ষে মত দিয়েছে।