বলিভিয়ায় ফিরলেন নির্বাসিত প্রেসিডেন্ট মোরালেস
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/10/r3rdzmyc.jpg)
এক বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস। সোমবার তিনি আর্জেন্টিনা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন।
আগের দিন মোরালেসের দল মুভমেন্ট টুয়ার্ড সোশ্যালিজম (এমএএস) পার্টি বলিভিয়ার ক্ষমতা গ্রহণ করে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মোরালেসের ঘনিষ্ঠ লুইস আর্ক।
অক্টোবরে শান্তিপূর্ণ নির্বাচনে জিতে আসে এমএএস দল। আর্ক ছিলেন মোরালেস সরকারের অর্থমন্ত্রী। নির্বাসিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি মোরালেস, ফলে আর্ককে সমর্থন দেন তিনি।
আলজাজিরা জানায়, দেশে ফিরে বিশাল সংবর্ধনা পান মোরালেস। সমর্থকদের সামনে তিনি বলেন, ‘বলিভিয়ায় আমি ফিরব, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে কল্পনা করিনি এত তাড়াতাড়ি ফিরতে পারব-এটি ঐতিহাসিক এবং অভূতপূর্ব ঘটনা।’
মোরালেস বলেন, ‘আজকের দিনটি আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। দেশে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে সেনা সমর্থনে ডানপন্থীদের বিক্ষোভে ক্ষমতাচ্যুত হন মোরালেস। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা জানায়, ওই নির্বাচনে কোনো ধরনের কারচুপি ছিল না।
টানা ১৪ বছর ধরে ক্ষমতায় ছিলেন মোরালেস। নির্বাসিত থাকায় কোনো নির্বাচনে এবারই প্রথম অংশ নিতে পারেননি তিনি।