বাগদাদে স্লোগান, ‘আমেরিকার মৃত্যু চাই’
কেবল ইরান নয়, শোক ছড়িয়ে পড়েছে ইরাকেও। দেশটির রাজধানী বাগদাদে নিহত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির শোক মিছিলে অংশ নিয়েছে বহু মানুষ। এ কারণে সোলেইমানির কফিনবাহী গাড়িটিকেও চলতে হয়েছে ধীরে। সেই শোক মিছিলে ইরাকিরা স্লোগান দিয়েছে, ‘আমেরিকার মৃত্যু চাই।’
গতকাল শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানি জেনারেল সোলেইমানি। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বাগদাদে সোলেইমানির কফিনবাহী গাড়িটিকে নিয়ে হয়েছে শোক মিছিল। সেখানে অংশ নেওয়া মানুষের ইরাক ও মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করে। মিছিলে তাঁরা স্লোগান দেন, ‘আমেরিকার মৃত্যু চাই।’
মিছিল ছড়িয়ে পড়ে বাগদাদের বিভিন্ন এলাকায়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল সোলেইমানি ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি।
গতকাল শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়ার পথে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিসহ তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের গাড়ি বহরে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে সোলেইমানিসহ আটজন নিহত হন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ওই হত্যাকাণ্ডের কঠোর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।