বাড়ছে পানির দাম, যুক্তরাজ্যে বছরে অতিরিক্ত গুনতে হবে ৩৮ ডলার
মূল্যস্ফীতিতে থাকা যুক্তরাজ্যে আরেক দফা বাড়ছে পানির দাম। আগামী এপ্রিলে কর্তৃপক্ষ পানির দাম বাড়াবে সাত দশমিক পাঁচ শতাংশ; যা সর্বশেষ ২০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি। বৃহস্পতিবার খাত সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছে। ওয়াটার ইউকের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ মালিকানাধীন সংবাদ মাধ্যম আরটি।
পানির দামের এই বৃদ্ধির ফলে গড়ে প্রতিদিনের জন্য গ্রাহকদের খরচ হবে এক দশমিক ৫১ ডলার। এপ্রিলে দাম বাড়ার ফলে গ্রাহকদের আগের তুলনায় প্রতিদিনের জন্য অতিরিক্ত গুনতে হবে শূন্য দশমিক ১০ ডলার। বছরের হিসেবে এটি দাঁড়াবে ৩৮ ডলারে।
দামের এই বৃদ্ধির ফলে প্রতি পাঁচজনের মধ্যে একজন গ্রাহককে বিল মেটাতে বেগ পোহাতে হবে। ভোক্তা গোষ্ঠীগুলো সতর্ক করে বলছে, এই বৃদ্ধি ক্রমবর্ধমান সঙ্কটে থাকা পরিবারগুলোকে আরও চাপে ফেলবে।
ওয়াটার ইউকে বলছে, পানির দাম বাড়বে ইংল্যান্ড ও ওয়েলসে। তবে, এই দুই অঞ্চলের বাসিন্দারা মূল্যস্ফীতির নিচে রয়েছে।
প্রতিষ্ঠানটি আরও বলছে, বর্তমান সময়ের তুলনায় পানির বিল কম রয়েছে। কয়েক দশকের তুলনায় এটি কম। বর্তমানে যুক্তরাজ্যের মোট উৎপাদিত বিদ্যুতের দুই শতাংশ পানি উত্তোলন বা পরিশোধনে খরচ হয় বলেও জানিয়েছে তারা।
আরটি জানিয়েছে, গত ডিসেম্বরে যুক্তরাজ্যে সামগ্রিক পণ্যের দাম বেড়েছে ১০ দশমিক পাঁচ শতাংশ।