‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল’ বাড়িতে অবস্থান করছেন সৌদি যুবরাজ
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেখানে ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল’ হিসেবে খ্যাতি পাওয়া একটি বাড়িতে অবস্থান করছেন তিনি। বলা হচ্ছে, বাড়িটির মালিক সৌদি যুবরাজ নিজেই।
বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
শ্যাটো লুইস চতুর্দশ নামের ওই ভবনের অবস্থান প্যারিসের কাছে লুয়োভেসিয়েনেস এলাকায়। সাত হাজার বর্গমিটার আয়তনের এ বাড়ি ২০১৫ সালে ২৭ কোটি ৫০ লাখ ইউরোতে কিনেছিলেন এক ব্যক্তি। সে সময় ওই ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। বিখ্যাত মার্কিন সাময়িকী ফরচুন একে ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি’ আখ্যা দিয়েছিল।
দুই বছর পর নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমানই বাড়িটির আসল মালিক। বেশ কয়েকটি শেল কোম্পানি (নামমাত্র কোম্পানি) ব্যবহার করে এ বাড়ি কেনেন তিনি।
স্থানীয় সরকারের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ফ্রান্সের সময় বৃহস্পতিবার রাতে ম্যাক্রোঁর সঙ্গে ভোজের আগের সময়টুকুতে ওই বাড়িতে অবস্থান করছেন বিন সালমান।
প্রতিবেদনে বলা হয়, বাড়ির ফটকে নিরাপত্তারক্ষীরা পাহারা দিচ্ছেন। সামনে বিপুল পুলিশ মোতায়েন রয়েছে। ছয়টি গাড়িও দেখা গেছে সেখানে।
উল্লেখ্য, শ্যাটো লুইস চতুর্দশ নামের ভবনটি নির্মাণ করেছেন হত্যার শিকার জামাল খাসোগির চাচাতো ভাই ইমাদ খাসোগি। ফ্রান্সে বিলাসবহুল আবাসন প্রকল্পের ব্যবসা করেন ইমাদ খাসোগি।
মার্কিন গোয়েন্দারা ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় সৌদি যুবরাজের ইন্ধনকে দায়ী করে থাকেন।