ভাইরাসের ভয়ে জাপানে নতুন সম্রাটের জন্মদিনে গণজমায়েত বাতিল

জাপানে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় নতুন সম্রাটের জন্মদিন উদযাপনে গণজমায়েত বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। খবর : এএফপি।
দেশটি সোমবার জানিয়েছে, তারা নতুন সম্রাট নারুহিতোর জন্মদিন উদযাপনে গণজমায়েত অনুষ্ঠান বাতিল করবে। দেশটিতে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে আশঙ্কা বেড়ে যাওয়ায় এ অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।
গণসমাবেশ ও অপ্রয়োজনীয় জমায়েত এড়াতে সরকার জনগণকে সতর্ক করে দেওয়ার একদিন পর সম্রাটের পারিবারিক সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘ভাইরাস পরিস্থিতির আলোকে আমরা সম্রাটের জন্মদিনের শুভেচ্ছা জানাতে সাধারণ জনগণের রাজপ্রাসাদে আসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’