মাদক পাচারের অভিযোগে বিড়াল আটক!
মধ্য আমেরিকার দেশ পানামার পুলিশ মাদকসহ একটি বিড়াল আটক করেছে। সাদা রঙের ওই বিড়ালটি মাদক নিয়ে কারাগারের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ওই সময় বিড়ালটির শরীরে বাঁধা অবস্থায় অনেকগুলো মাদক জব্দ করা হয়। খবর ইয়াহু নিউজের।
উত্তর আর দক্ষিণ আমেরিকা মাদক চোরাকারবারের জন্য কুখ্যাত। কারাগারে মাদকদ্রব্য সরবরাহের ঘটনা নতুন কিছু নয়। বিশ্বের অনেক দেশেই বন্দিদের কাছে অবৈধভাবে মাদকদ্রব্য সরবরাহের ঘটনা ঘটছে। তবে এর জন্য কোনো প্রাণী আটকের ঘটনা তেমন ঘটে না।
গত শুক্রবার এমন ব্যতিক্রম ঘটনা ঘটল। পানামার রাজধানী শহর পানামা সিটির উত্তরে ক্যারিবিয়ান প্রদেশের করলান নিউইভা এস্পেরানজা কারাগারে এক হাজার ৭০০ কয়েদি রয়েছে। সেখানে মাদক সরবরাহ করতে গিয়েই বিড়ালটি কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে।
পানামার পেনশনারি সিস্টেমের প্রধান আন্দ্রেস গুতেরেস জানান, বিড়ালের গলায় একটি কাপড় বাঁধা ছিল। তাতে মাদকের প্যাকেট পাওয়া যায়। আরেকজন বলেন, এগুলো সম্ভবত কোকেইন, ক্রাক ও গাঁজা ছিল।
তবে এবারই প্রথম নয়, আগেও পানামার এই কারাগারে বন্দিদের কাছে এভাবেই মাদক সরবরাহের চেষ্টা করা হয়েছে। অনেক সময় বন্দিরা খাবার দিয়ে প্রাণীদের পোষ মানায়, তারপর সেই প্রাণীগুলোর মাধ্যমে বাইরে থেকে মাদক সংগ্রহ করে।
এস্পেরানজা কারাগারে অবৈধ মাদকপাচারের জন্য প্রাণী ব্যবহার নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে।