মিসর সফরে সৌদি যুবরাজ
সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান এক সরকারি সফরে মিসর পৌঁছেছেন। সোমবার আল-এখবারিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
মোহাম্মদ বিন সালমান কায়রো বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।
সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশের ভিত্তিতে যুবরাজ আফ্রিকার দেশটি সফরের পর জর্ডান ও তুরস্ক সফর করবেন।
সৌদি যুবরাজ এসব দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করবেন।
খবরে বলা হয়, সৌদি আরব ও মিসরের মধ্যে শক্তিশালী সম্পর্ক আরব বিশ্বের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৩৬ সালের ৭ মে মিসর আনুষ্ঠানিকভাবে সৌদি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর থেকে দেশ দুটি ঐতিহাসিকভাবে একে অপরকে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করে।
মিসরে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুগালি আরব নিউজে লিখেছেন, ‘প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে দেখা করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সোমবার কায়রো সফর কৌশলগত সহযোগিতা ও পরামর্শের একটি নিরবচ্ছিন্ন পথের সম্প্রসারণ।’