রাশিয়া-ইউক্রেন ‘গুরুতর’ বিষয়গুলোতে সমঝোতার কাছাকাছি : তুরস্ক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/20/aohhwsym4vlp5hoc2ecmkagteu.jpg)
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ছবি : রয়টার্স
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, গুরুতর বিষয়গুলো নিয়ে রাশিয়া ও ইউক্রেন সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।
রোববার তুরস্কের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মেভলুত কাভুসোগলু এ কথা বলেন। খবর রয়টার্সের।
মেভলুত কাভুসোগলু বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন গুরুতর বিষয়গুলোতে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। উভয় পক্ষ এখন পর্যন্ত অর্জিত অগ্রগতি থেকে পিছিয়ে না গেলে যুদ্ধবিরতির বিষয়ে আমি আশাবাদী।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/20/capture_3.jpg 687w)
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এই মাসের শুরুর দিকে তুরস্কের শহর আন্তালিয়াতে বৈঠক করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনায় সুনির্দিষ্ট কোনো ফলাফল আসেনি।
এরপর লাভরভ ও কুলেবার সঙ্গে আলোচনার জন্য গত সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনে যান কাভুসোগলু।