রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ (ভিডিওসহ)
বেশ কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া রাশিয়ার খবরোভস্ক শহরের গভর্নরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে দেশটির কয়েক হাজার মানুষ। একই সঙ্গে পুতিনের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় এটি পুতিনবিরোধী বিক্ষোভে পরিণত হচ্ছে। চীন সীমান্তবর্তী এলাকায় চলা এ বিক্ষোভে চিন্তায় পড়েছে ক্রেমলিন। মস্কো থেকে ছয় হাজার ১১ কিলোমিটার পূর্বে খবরোভস্কের অবস্থান। কাতারভিত্তিক সংবাদ চ্যানেল আলজাজিরা এ খবর দিয়েছে।
কয়েকজন ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুই সপ্তাহ আগে খবরোভস্ক শহরের গভর্নর সের্গেই ফুরগালকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগও গঠন করা হচ্ছে। দুই মাসের কারাদণ্ড দিয়ে তাঁকে মস্কোতে একটি কারাগারে পাঠানো হয়েছে। এর পর থেকেই বিক্ষোভ চলছে। এত দিন ধরে বিক্ষোভ চললেও গতকাল শনিবারের বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ১৫ হাজার নাগরিক বিক্ষোভে অংশ নেয়। এ ছাড়া আরো কয়েকটি শহরেও ছোট ছোট বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।