ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪৫
ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে আজ রোববার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের ব্যাপক বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। বিবিসি জানায়, এদের মধ্যে ২০ জন বেসামরিক নাগরিক।
হাসপাতাল সূত্র জানায়, সানার কেন্দ্রস্থলে তাহরির আবাসিক এলাকায় ওই সদর দপ্তরে সৌদি জোটের চার দফা বিমান হামলায় কমপক্ষে ২০ জন বেসামরিক নাগরিক ও ২৫ সৈন্য ও কর্মকর্তা নিহত হয়েছে। একজন চিকিৎসাকর্মীর বরাতে সংবাদমাধ্যমটি এ কথা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদি সামরিক বিমান থেকে যখন বোমা ফেলা হয়, তখন হাউতি আধাসামরিক বাহিনীর সদর দফতর প্রচণ্ড শব্দে কেঁপে কেঁপে ওঠে। বিবিসি জানায়, সৌদি সামরিক প্লেন বোমা হামলা চালায়, তখন তারা হাউতি বিদ্রোহীরা মাসের বেতন তুলছিলেন।
এর আগে গতকাল শনিবারও সৌদি আরব হাউতি আধাসামরিক বাহিনীর সদস্যদের ছোড়া একটি স্কাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
গত ২৬ মার্চ থেকে সৌদি আরব হাউতি আধাসামরিক বাহিনীর ওপর আকাশপথে বোমা হামলা চালিয়ে আসছে। দুই পক্ষের লড়াইয়ে এ পর্যন্ত মোট ২০০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ছাড়া আগামী ১৪ জুন জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় ইয়েমেনের হাউতি ও সৌদি আরবের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক