আইএসের ‘অস্ত্রবাহী’ ড্রোন, ইরাকে নতুন আতঙ্ক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/22/photo-1487737688.jpg)
কিছুদিন আগেই বিশ্বজুড়ে ত্রাসের অন্য নাম ছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। একের পর এক অভিনব উপায়ে হামলার পর বিশ্বের অন্যতম সুরক্ষিত রাষ্ট্রগুলোও নিজেদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নড়ে বসতে বাধ্য হয়েছিল। কিন্তু একের পর এক মার্কিন ও রুশ হামলার পর জঙ্গি সংগঠনটির আগের ‘ত্রাসের রাজত্ব’ আর আগের মতো নেই।
রাশিয়ার বিমান হানায় আইএস আগেই হারিয়েছিল সিরিয়ায় অবস্থিত ‘রাজধানী’ রাকার দখল। এর পর সংগঠনটির নেতারা এসে আশ্রয় নিয়েছিল ইরাকের মসুল শহরে। শহরটির প্রাচীন ঐতিহ্য ভেঙে দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল তারা। কিন্তু সম্প্রতি সেই শহর থেকেও তাদের তাড়িয়ে দিয়েছে ইরাকি ও মার্কিন সেনারা।
মার্কিনিদের সাহায্যে ইরাকি সেনাবাহিনী আইএসকে মসুল থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ভয়টা এখনো রয়েই গেছে। আর এ ভয়ের কথা নিজ মুখেই রয়টার্সকে জানিয়েছেন ইরাকফেরত এক জ্যেষ্ঠ মার্কিন সেনা কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তার মতে, ইরাকে নতুন আতঙ্ক হবে আইএসের ‘অস্ত্রবাহী’ ড্রোন।
ওই কর্মকর্তা জানান, মসুল দখলের লড়াইয়ে একের পর এক অস্ত্রবাহী ড্রোনের ব্যবহার করেছে আইএস যোদ্ধারা। গত মাসের শেষের দিকে উত্তর ইরাকে প্রথম এ ধরনের দুটি ড্রোন ইরাকি বাহিনীর হাতে আসে। প্রায় ছয় ফুট ব্যাসার্ধের এই দ্রুতগামী ড্রোনগুলো বিস্ফোরক নিয়ে অনেক দূরের লক্ষ্যে হামলা চালাতে সক্ষম।
এর আগে বিবিসি জানিয়েছিল, মসুলের লড়াইয়ে ড্রোনের মাধ্যমে বহনকারী বিস্ফোরক দিয়ে ইরাকি সেনাবাহিনীর বিপুল ক্ষতি করেছিল আইএস সদস্যরা। তবে প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়নি।