আমেরিকার চেতনাকে পুনরুজ্জীবিত করার আশ্বাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কংগ্রেস সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় বলেছেন, তিনি আমেরিকার চেতনাকে (আমেরিকান স্পিরিট) পুনরুজ্জীবিত করবেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আশাবাদের একটি নতুন জোয়ার এসেছে, যা অসম্ভব স্বপ্নকে আমাদের মুঠির মধ্যে নিয়ে আসছে। এর মধ্য দিয়ে আমেরিকার বিশালত্বের একটি নতুন অধ্যায় দেখতে পাচ্ছি।’
বক্তৃতায় ইহুদিদের সমাধিক্ষেত্রে ভাঙচুর ও কানসাস অঙ্গরাজ্যে ভারতীয়কে গুলি করে হত্যার নিন্দা জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসবাদ ‘আমাদের মনে করিয়ে দেয় আমাদের জাতি নীতিগত দিক থেকে আলাদা হতে পারে, তবে ঘৃণা ও অপশক্তির বিরুদ্ধে সব সময়ই একত্রিত থেকেছে।’
ট্রাম্প আন্তপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারি ব্যবসা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিষয়ে তাঁর সিদ্ধান্ত ও মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বিষয়েও কথা বলেন।
কংগ্রেস সদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘অভিবাসী আইন প্রয়োগের মাধ্যমে আমাদের বেতন বাড়বে, বেকারদের চাকরি হবে, কোটি কোটি ডলারের ব্যয় কমে যাবে এবং আমাদের সমাজ সবার জন্য নিরাপদ হবে।’
‘আমি চাই সব আমেরিকান সফল হোক। কিন্তু অনাচার ও গোলযোগের মধ্যে তা হতে পারে না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কিছু সমালোচিত সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা, মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা এবং সবশেষে সাংবাদিকদের নিয়ে কটূক্তি করার মতো বিষয়গুলো।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে রক্ষণশীলদের একটি সম্মেলনে মেক্সিকো সীমান্তে খুব দ্রুতই দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতেও একই কথা বলেছিলেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এতে দেশটিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। পরে দেশটির একটি আদালত ট্রাম্পের ওই আদেশ খারিজ করে দেন।

বিবিসি