আফগান পার্লামেন্ট ভবনের কাছে তালেবান হামলা
আফগানিস্তানে পার্লামেন্ট ভবনের কাছে গাড়িবোমা হামলা চালিয়েছে তালেবান। কাবুলে অবস্থিত পার্লামেন্ট ভবনের কাছে হামলার পর নিরাপত্তারক্ষীদের গুলিতে ছয়জন হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া অপর ১৮ ব্যক্তি আহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিবিসি জানিয়েছে, আজ দুপুরে পার্লামেন্ট ভবনে পৌঁছানোর আগেই এর বাইরে বড় আকারে গাড়িবোমা হামলা চালায় তালেবান হামলাকারীরা। পুলিশ পার্লামেন্ট চত্বর থেকে সবাইকে সরিয়ে নিয়েছে। একই সঙ্গে হামলাকারীদের সঙ্গে জোর লড়াই চলছে।
স্থানীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিস্ফোরণের পরপরই পার্লামেন্ট সদস্যরা ভবন থেকে সরে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া কিছু ছবিতে দেখা গেছে, পার্লামেন্ট ভবন থেকে ধোঁয়া উঠছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় এক নারী পার্লামেন্ট সদস্যও আহত হয়েছেন।
আজ আফগান পার্লামেন্টে নতুন প্রতিরক্ষামন্ত্রী মাসুম স্তানেকজাইয়ের সঙ্গে পার্লামেন্ট সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল। একই সঙ্গে পার্লামেন্ট সদস্যদের মাধ্যমে তাঁকে পদের জন্য অনুমতি দেওয়া হতো। কয়েক মাস ধরে আফগানিস্তানে কোনো প্রতিরক্ষামন্ত্রী ছিল না। এই সময়ে তালেবান হামলা স্পষ্ট বার্তা বহন করে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কাবুল শহরের দাহমাজান নামে অপর একটি অঞ্চলে বোমা বিস্ফোরণ ঘটেছে।