পাকিস্তানে ‘খেলনা’ হাতে নিয়ে বিস্ফোরণ, ৬ শিশু নিহত
পাকিস্তানে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় খেলনার মতো দেখতে একটি বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছে কমপক্ষে ছয় শিশু। আহত হয়েছে আরো দুই শিশু।
স্থানীয় সময় রোববার শিশুরা বোমাটি নিয়ে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে বোমাটি তারা কোথায় পেয়েছিল তা জানা যায়নি।
এ বিষয়ে স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, নিহত শিশুদের বয়স ছয় থেকে ১২ বছর।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিভিন্ন সময়ে খেলনা বোমার বিস্ফোরণে বহু শিশু নিহত হয়। ওই বোমাগুলো ১৯৮০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন শত্রুদের ঘায়েল করার জন্য আফগানিস্তানে ফেলে।
দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় জঙ্গি সংগঠন আল-কায়েদা ও তালেবানের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করছে পাকিস্তানের সেনাবাহিনী। ২০১৪ সালে সেনা সদস্যরা ওয়াজিরিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো নির্মূলে মাঠে নামে।

এএফপি