ক্রিকেট কূটনীতি, প্রধানমন্ত্রীকে মোদির ফোন
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে ফোন করে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানান। এর বাইরে আর কোনো বিষয়ে কথা হয়েছে কি না, তা জানা যায়নি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও মোদি পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরিফ, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে ফোন করে শুভকামনা জানিয়েছেন। পরে টুইটারবার্তায় মোদি সার্কভুক্ত চার দেশের নেতাদের ফোন করার কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ফোন দেন।’ তিনি জানান, নরেন্দ্র মোদি ফোনে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতীয় দলের সাফল্য কামনা করেন।
টুইটারবার্তায় মোদি বলেন, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সার্কের পাঁচ সদস্যের সবাই বেশ উদ্দীপ্ত। টুর্নামেন্ট থেকে সবাই খেলোয়াড়সুলভ উদ্দীপনা পাবেন এবং খেলাপ্রেমীদের জন্য তা হবে আমোদের।
আরেক টুইটারবার্তায় মোদি বলেন, ‘ক্রিকেট খেলা দক্ষিণ এশিয়ার মানুষের সেতুবন্ধন রচনা করবে এবং সবার মঙ্গল বয়ে আনবে।’
সর্বশেষ টুইটে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে নয়াদিল্লি থেকে শিগগিরই নতুন নিয়োগ পাওয়া পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করকে পাঠানো হবে।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শনিবার শুরু হতে যাওয়া ১৪টি দেশের বিশ্বকাপ ক্রিকেটে সার্কভুক্ত পাঁচটি দেশ অংশ নিচ্ছে।