পদত্যাগ করলেন স্যামসাংয়ের প্রধান নির্বাহী
বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওউন ওহিউন পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটির মালিকের ছেলের কারাদণ্ডের পর তিনি এ ঘোষণা দিলেন।
আজ শুক্রবার স্যামসাংয়ের পক্ষ থেকে ওউন ওহিউনের পদত্যাগের বিষয়টি জানানো হয়।
এর আগে গত ২৫ আগস্ট দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার একটি আদালত স্যামসাংয়ের মালিকের ছেলে লি জে-ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। এর পর থেকে ওউন ওহিউন স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
বিসিসি জানায়, পদত্যাগপত্রে ওউন ওহিউন উল্লেখ করেন, স্যামসাংয়ের নতুন নেতৃত্ব গ্রহণের সময় এখনই।
সিঙ্গাপুরের প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান কিউইডির প্রতিষ্ঠাকালীন সহযোগী রায়ান লিম বলেন, ‘স্যামসাং এখন নেতৃত্ব সংকটে পড়েছে।’
স্যামসাং ইলেকট্রনিক বোর্ড থেকে ওউন ওহিউনের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের মার্চে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, নতুন করে কোম্পানিকে সাজানোর সময় এখনই। আইটি সেক্টরের দ্রুত পরিবর্তন করতে নতুন উদ্যমে তরুণরা কাজ করবেন।’