ভারতে ট্রেন দুর্ঘটনায় কংগ্রেসের আইনপ্রণেতাসহ নিহত ৫
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলায় ব্রেক ফেল করে একটি লরি বেঙ্গালুরু-নান্দেদ রুটের ট্রেনকে ধাক্কা দিলে পাঁচজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে কংগ্রেস পার্টির কর্ণাটক রাজ্যের একজন আইনপ্রণেতা রয়েছেন। তাঁর নাম ভেঙ্কটেশ নায়েক।
অনন্তপুর জেলার পেনুকোন্ডা অঞ্চলের মাদাকাসিরা লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ট্রেনের যাত্রী, দুজন ওই লরির চালক ও সহকারী। গ্রানাইট বহনকারী লরিটির ব্রেক ফেল করলে রেলওয়ের ফটকে গিয়ে আঘাত করে। এর পর বেঙ্গালুরু-নান্দেদ রুটের ট্রেনটির বগিতে ধাক্কা দেয়। এ সময় চারটি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা এনডিটিভিকে বলেন, ‘পাথরভর্তি একটি লরি বন্ধ ফটক ভেঙে ঢুকে পড়ে এবং ট্রেনে আঘাত করে। এর ফলে চারটি বগি লাইনচ্যুত হয়। রেলমন্ত্রী সুরেশ প্রভু বিষয়টি নজরদারি করছেন।’
রেলওয়ের কর্মকর্তারা ও স্থানীয় পুলিশের উদ্যোগে এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।

অনলাইন ডেস্ক