ফিলিপাইনে একদিনের ব্যবধানে দুই মেয়র খুন

প্রকাশ্য দিবালোকে ফিলিপাইনের এক সিটি মেয়রকে হত্যার একদিন পরই আততায়ীর গুলিতে আরেক সিটি মেয়র নিহত হয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে কাবানাতুয়ান শহরের কাছাকাছি এলাকায় নুয়েভা এচিহা প্রদেশের জেনারেল টিনিও শহরের মেয়র ফার্দিনান্ড বোতে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন বলে সিএনএনকে জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ হওয়ার পর উদ্ধার করে বোতেকে এমভি গাইয়েগো হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোকে সবাইকে আশ্বস্ত করে বলেছেন, চলমান সহিংসতার ঘটনা তলিয়ে দেখতে রাষ্ট্র সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানে তানাউয়ান সিটি মেয়র অ্যান্টনিও হালিলিকে গোপন স্থান থেকে বুকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টার মাথায় মেয়র ফার্দিনান্ড বোতেকে হত্যা করা হলো।