জিম্বাবুয়ের নির্বাচন : সেনাবাহিনীর গুলিতে নিহত ৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/02/photo-1533186615.jpg)
জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপরে সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, গতকাল বুধবার বিকেলের দিকে ওই হতাহতের ঘটনা ঘটে।
জিম্বাবুয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল জানু-পিএফ পার্লামেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন লাভ করেছে। নির্বাচনী কর্মকর্তাদের এমন ফল ঘোষণার পরে ভোটে কারচুপির অভিযোগ তুলে বিরোধী দল মুভমেন্ট অব ডেমোক্রেটিক চেঞ্জের (এমডিসি) সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন।
জানা যায়, গতকাল দুপুরের পর বিরোধী দল এমডিসির নেতা নেলসন চামিসা প্রেসিডেন্ট হিসেবে নিজের জয় দাবি করলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রাস্তায় গাড়ির টায়ার জ্বালিয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছে পেটোয়া পুলিশ বাহিনীর ওপরে পাথর ছুড়ে হামলা চালায়। পরে ভারী অস্ত্রশস্ত্র ও হেলিকপ্টারে সজ্জিত সেনাবাহিনী মোতায়েন করা হলে তারা বিক্ষোভকারীদের ওপরে গুলিবর্ষণ করলে তিনজন নিহত হন।
এদিকে, এখন পর্যন্ত পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষণা হলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হয়নি। গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়।
ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের ফল প্রকাশ বিলম্বিত হওয়ার ঘটনায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বলে মন্তব্য করেছেন।
গত বছরের নভেম্বরে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে জিম্বাবুয়ের সাবেক নেতা রবার্ট মুগাবের পতনের পর এটিই দেশটিতে প্রথম নির্বাচন।