মসুলের প্রাচীন লাইব্রেরি পুড়িয়ে দিল আইএস
ইরাকের মসুল নগরীতে একটি প্রাচীন লাইব্রেরি আগুনে পুড়িয়ে দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। লাইব্রেরিতে রাখা অটোম্যান ও আরব সভ্যতার ঐতিহাসিক ১০ হাজার বই এবং সাত শতাধিক পাণ্ডুলিপি এ সময় পুড়ে যায়।
ইরাকি সংবাদপত্রগুলোর বরাত দিয়ে বিবিসি ও ডেইলি মেইল জানায়, অটোম্যান ও আরব সাম্রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন বই ও দলিল দস্তাবেজ ছিল লাইব্রেরিটিতে। এ ছাড়া ছিল ওই অঞ্চলের প্রাচীন মানচিত্র ও বেশ কিছু যুদ্ধসংক্রান্ত ঐতিহাসিক চুক্তিও।
ডেইলি মেইল জানায়, লাইব্রেরির প্রাচীন বই ও নথিগুলো যখন পুড়ছিল নগরবাসীর অনেকেই চোখের পানি মুছছিলেন। মসুলের নাগরিকরা আইএস জঙ্গিদের প্রাচীন গ্রন্থাগারটি না পোড়াতে অনুরোধ করেছিলেন।
সে কথায় কর্ণপাত না করে আইএস জঙ্গিরা ঘোষণা করে, মসুলে যদি ব্যক্তিগতভাবেও কেউ ঐতিহাসিক কোনো বই, দলিল কিংবা পাণ্ডুলিপি নিজেদের সংগ্রহে রাখে তবে তাঁকে বইয়ের সাথে পুড়িয়ে হত্যা করা হবে। আইএস জঙ্গিদের দাবি, কাফেরদের লেখা এসব বই ও পাণ্ডুলিপি মুসলমানদের চেতনা ধ্বংস করছে।
চলতি বছরের জানুয়ারিতেও ইরাকের উত্তরাঞ্চলীয় একটি শহরের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলা চালায় আইএস জঙ্গিরা। ওই সময় গ্রন্থাগারের তালা ভেঙে দুই হাজারেরও বেশি বই পুড়িয়ে দিয়েছিল তারা।

অনলাইন ডেস্ক