ঘানায় শিক্ষাব্যবস্থা থেকে ইংরেজি মাধ্যমকে বিদায়
আফ্রিকার দেশ ঘানা নিজেদের শিক্ষাব্যবস্থা থেকে ইংরেজি মাধ্যমকে অপসারণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি দেশটির শিক্ষামন্ত্রী অধ্যাপক অপোকু এগিম্যাং গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেন।
গতকাল শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এগিম্যাং বলেন, ‘দেশে প্রচলিত ইংরেজি শিক্ষামাধ্যম শুধুমাত্র উচ্চ শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ এবং জাতি গঠনের ক্ষেত্রে নিম্ন কর্মজীবী মানুষ এ ক্ষেত্রে অনেকাংশেই পিছিয়ে পড়ছেন। তাই তাদের কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি।’
শিক্ষামন্ত্রী এগিম্যাং আরো বলেন, ‘আমি ইংরেজি মাধ্যমকে শিক্ষাব্যবস্থা থেকে বাদ দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমার বিশ্বাস যদি আমরা এটা করতে পারি তাহলে পুরো দেশের চেহার খুব শিগগির পাল্টে যাবে।’
দেশটির শিক্ষাব্যবস্থা থেকে ইংরেজি শিক্ষামাধ্যমকে পুরোপুরি বাদ দিতে কয়েক মাস ধরেই সরকারি উচ্চপর্যায়ে আলোচনা চলছিল। তবে মূল কর্মপরিকল্পনার অভাবে তা কার্যকর হতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে।
এদিকে চলতি বছরের শুরুর দিকে আফ্রিকার আরেক দেশ তানজানিয়া ইংরেজি মাধ্যমকে তাদের শিক্ষাব্যবস্থা থেকে বাদ দিয়েছে।