জি-২০ সম্মেলনে যোগ দিতে জাপানে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-২০ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার জাপানের ওসাকায় এসে পৌঁছেছেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরটি নিশ্চিত করে জানায়, ধারণা করা হচ্ছে এবারের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনাই প্রাধান্য পাবে।
এদিকে, দেশ ছাড়ার আগে ট্রাম্প চীনের পাশাপাশি মিত্রদেশ ভারত, জাপান ও জার্মানির সমালোচনা করেন। ফলে, জি-২০ সম্মেলন বিবাদপূর্ণ হবে বলেই আশংকা করছেন বিশ্লেষকরা।