আফগানিস্তানের গজনীতে তালেবান হামলায় নিহত ১২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/07/07/photo-1562504815.jpg)
আফগানিস্তানের পূর্বাঞ্চল গজনী রোববার তালেবান জঙ্গিদের একটি গাড়িবোমা হামলায় ১২ জন নিহত ও অন্তত ১৭৯ জন আহত হয়েছে।
সংবাদ সংস্থা এএফপি তাদের খবরে জানায়, কাতারে তালেবানদের সঙ্গে আফগান কর্তৃপক্ষের চলমান শান্তি আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো।
কাতারের রাজধানী দোহায় মার্কিন মধ্যস্থতাকারী ও আফগান প্রতিনিধিদের সাথে শান্তি আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র আফগান যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নিতে ও দেশটিতে অবস্থানরত সৈন্যদের দ্রুত প্রত্যাহার করতে চাইছে। কিন্তু জঙ্গিদের পক্ষ থেকে সহিংসতা অব্যাহত রয়েছে। দেশটি ১৮ বছর ধরে গৃহযুদ্ধে জড়িয়ে রয়েছে।
গজনী প্রদেশের গভর্নরের মুখপাত্র আরেফ নূরী বলেন, নগরীর পূর্বাঞ্চলে গোয়েন্দাদের একটি ইউনিট লক্ষ্য করে রোববারের আত্মঘাতী গাড়িবোমা হামলাটি চালানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ্ মায়ার বলেন, এই হামলায় ১২ জন নিহত হয়েছে। তিনি আরো বলেন, হামলায় ১৭৯ জন আহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এক ওয়াটসঅ্যাপ বার্তায় তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।