সুদানে সাংবিধানিক ঘোষণায় সম্মত সেনা ও বিরোধী জোট
একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সাংবিধানিক ঘোষণা দিতে সম্মত হয়েছে সুদানের ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও প্রধান বিরোধী জোট।
আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টিতে দুপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী মোহাম্মদ হাসান লেবাত এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই মধ্যস্থতাকারী।
এর আগে ১৭ জুলাই সুদানের বিক্ষোভকারী ও ক্ষমতাসীন সেনাশাসকরা ক্ষমতার ভাগাভাগি বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে দেশটি শাসনে একটি বেসামরিক প্রশাসন গঠনের সুযোগ তৈরি হয়। ওই চুক্তি অনুযায়ী তিন বছরের জন্য একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করবে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও প্রধান বিরোধী জোট। সরকারের পরিচালনা কমিটিতে থাকবেন ছয় জন বেসামরিক নাগরিক ও পাঁচ জন জেনারেল।
গত এপ্রিলে সামরিক হস্তক্ষেপে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষোভকারীরা একটি বেসামরিক প্রশাসন গঠনের জোর দাবি জানিয়ে আসছে।
ক্ষমতাসীন সামরিক পরিষদের উপপ্রধান মোহাম্মাদ হামদান দাগালো গতমাসের চুক্তিটিকে ‘সুদানের একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেন।