থাই রানির দুর্লভ ছবি দেখতে ওয়েবসাইটে ভিজিটরের ধুম, তারপর...
থাইল্যান্ডের রাজপ্রাসাদের ওয়েবসাইটে রানির বেশ কিছু দুর্লভ ছবি প্রকাশ করায় ভিজিটরের ভিড়ে সাইটটি ক্র্যাশ (অচল) করে। গত সোমবার রানি সিনিনাত বিলাসকল্যাণীর সামরিক পোশাক ও মাথায় হেলমেট পরা ছবি প্রকাশ করা হয়। অপর একটি ছবিতে দেখা যায়, রাজপ্রাসাদের ভেতরে রাজা মহা ভজিরালংকর্নের পায়ের কাছে হাসিমুখে বসে আছেন রানি। এসব ছবি দেখতে এত বেশি মানুষ ওয়েবসাইটটিতে ঢোকেন যে তা বন্ধ হয়ে যায়।
৩৪ বছর বয়সী থাই রানি মেজর জেনারেল সিনিনাত বিলাসকল্যাণীর বৈচিত্র্যময় ৬০টি ছবি প্রকাশিত হয়। ৪৬ পৃষ্ঠার আনুষ্ঠানিক জীবনবৃত্তান্তে ছবিগুলো ব্যবহার করা হয়। তরুণী রানির জীবন সম্পর্কে জানতে ও দুর্লভ সব ছবি দেখতে বিপুল পরিমাণ থাই নাগরিক রাজপ্রাসাদের ওয়েবসাইটটিতে ঢুঁ মারেন। অবস্থা এমন পর্যায়ে যায়, ভিজিটরের ভিড় বাড়তে থাকলে একপর্যায়ে সাইটটি বন্ধ হয়ে যায়।
তৎক্ষণা ওয়েবসাইটটি মেরামতে কাজ শুরু করে রক্ষণাবেক্ষণ দল। তবে কোনো বিষয়ে গণমাধ্যমকে জানানোর রেওয়াজ নেই রাজপ্রাসাদের। তাই ঠিক কী পরিমাণ ভিজিটর কত সময় ধরে সাইটটিতে ছিলেন, এসবের বিস্তারিত কিছুই জানা যায়নি। থাই নাগরিকদের কাছে রাজপরিবারের অন্দরমহলের খবরাখবর খুবই দুর্লভ ব্যাপার। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন রাজা-রানি।
গত মাসে নিজের ৬৭তম জন্মদিনে রানিকে রয়্যাল নোবেল কনসর্ট পদে ভূষিত করেন থাই রাজা মহা ভজিরালংকর্ন। থাই রাজপরিবারের ইতিহাসে এমন পদ এই প্রথম। এ ছাড়া ২০১৬ সালে নিহত হওয়া রাজা ভূমিবল আদুলাদেজের মতো ততটা জনপ্রিয় নন বর্তমান রাজা ও ভূমিবলের ছেলে মহা ভজিরালংকর্ন।