মুম্বাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাজারের বেশি ঘর পুড়ে ছাই
আগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে কানদিভালি বস্তির বেশির ভাগ ঘর। ছবি : এনডিটিভি
ভারতের মুম্বাইয়ের একটি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হাজারের বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মুম্বাই শহরতলীর দামুনগরের কানদিভালি এলাকায় সোমবার দুপুরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি।
কানদিভালি বস্তিতে সোমবার সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছিল। ধারণা করা হচ্ছে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। এ ছাড়া আগুন লাগার একটু আগে পর পর কয়েকটি বিস্ফোরণের আওয়াজও শোনা গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
স্থানীয় একজনের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ‘দুপুর ১২টা ৪৫ মিনিটে আমরা পরপর ১৫ থেকে ২০টি বিস্ফোরণের শব্দ শুনতে পাই।’ আগুনের কারণে মুম্বাইয়ের রাস্তায়ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অনলাইন ডেস্ক