‘আমি চাই, লোকজন আমার ইমেইল দেখুক’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/05/photo-1425568242.jpg)
নিজ ইমেইল বার্তার ওপর নজরদারি নিয়ে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি বলেন, ‘আমি চাই লোকজন আমার ইমেইল দেখুক। আমি স্টেটকে (স্টেট ডিপার্টমেন্ট) এগুলো প্রকাশ করতে বলেছি। তারা বলেছে, প্রকাশের জন্য খুব শিগগির এগুলো পর্যালোচনা করে দেখা হবে।’
গত সোমবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন হিলারি। যুক্তরাষ্ট্রের তথ্য স্বাধীনতা আইনের মাধ্যমে কেউ যেন তাঁর ইমেইল বার্তাগুলোকে নিয়ে তদন্ত না করতে পারে, সে জন্য তিনি অ্যাকাউন্টটি খুলেছিলেন। এতে বলা হয়, ক্লিনটনমেইলডটকম নামে হিলারির ওই অ্যাকাউন্টটি তাঁর বাড়িতে একটি সার্ভার থেকে হোস্টিং নেওয়া হয়।
দুই মাস আগে সরকারের অনুরোধে হিলারির উপদেষ্টারা স্টেট ডিপার্টমেন্টকে তাঁর ব্যবহৃত ইমেইলের ৫০ হাজার পাতা সরবরাহ করেছেন।
চলতি মাসে বা পরবর্তী মাসে হিলারির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় নামার কথা ছিল। বিশ্লেষকদের ধারণা, এই ইমেইল বিতর্ক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারির গ্রহণযোগ্যতা কমাবে।