মোদিকে মানসিক রোগী বললেন কেজরিওয়াল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাপুরুষ ও মানসিক রোগী বললেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম-আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আজ মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় এমন খেদ প্রকাশ করেন তিনি।
এর আগে সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হানা দেয়। তল্লাশির পর সিবিআই সদস্যরা সংশ্লিষ্ট দপ্তর সিল করে দেন। সেখানে কোনো কর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
এক ট্যুইট বার্তায় কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে এই রকম কাপুরুষোচিত আচরণ করছেন।’
যদিও অভিযান প্রসঙ্গে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসে নয়, তল্লাশি চালানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর প্রিন্সিপল সেক্রেটারি (প্রধান সচিব) রাজেন্দ্র কুমারের দপ্তরে। সিবিআই কর্তাদের দাবি, ওই সচিবের বিরুদ্ধে গত পাঁচ বছর ধরে একাধিক বেসরকারি সংস্থাকে বেআইনিভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিবিআইকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে দাবি করেন, সিবিআই কর্তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তাঁরা দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তরেই তল্লাশি চালিয়েছেন।
এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে কেজরিওয়াল বলেন, ‘নরেন্দ্র মোদি বলুন তিনি কোন ফাইল চাইছেন? তাঁর কোন ফাইল দরকার আমাকে বলতে পারতেন।’
সচিব রাজেন্দ্র কুমার প্রসঙ্গে কেজরিওয়াল ট্যুইট করে বলেন, ‘আমি একমাত্র মুখ্যমন্ত্রী যে নিজের মন্ত্রিসভার এক মন্ত্রী এবং এক পদস্থ ব্যক্তিকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করেছি, তাঁদের সিবিআইয়ের হাতেও তুলে দিয়েছি। তাই রাজেন্দ্র কুমারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সিবিআই কেন আমার সঙ্গে কথা বলল না? অভিযোগ থাকলে আমি নিজেই ব্যবস্থা নেব।
এ ঘটনায় কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু জানান, সিবিআই একটি স্বাধীন সংস্থা। কেন্দ্র তাকে নিয়ন্ত্রণ করে না।

কলকাতা সংবাদদাতা