মুখ্যমন্ত্রীর দিকে উড়ে এলো একপাটি জুতা!
ভারতে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে লক্ষ্য করে জুতা ছুড়লেন এক যুবক। আজ বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনার বখতিয়ারপুরে এক সভা মঞ্চে এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে,আজ দুপুরে একটি অনুষ্ঠানে দলের (জেডিইউ) অন্য নেতাদের সঙ্গে একই মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মঞ্চে তখন বিহার রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা জারি নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক সে সময় দর্শকদের মধ্য থেকে আচমকা তাঁর দিকে উড়ে আসে একটি জুতা।
যদিও অল্পের জন্য সে জুতার আঘাত থেকে বেঁচে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন সেখান থেকে কয়েক ফুট দূরে এসে পড়ে জুতাটি।
সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে নিরাপত্তারক্ষীরা। জুতা ছোড়ার অভিযোগে বিহারের সমস্তিপুরির বাসিন্দা পারভেজ কুমার রাই(২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
তবে কী কারণে ওই যুবক মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জুতা ছুড়েছিলেন তা স্পষ্ট নয়। তবে নীতিশ কুমার সরকার বিহারে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদেই ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
গত বছরের বিহার বিধানসভা নির্বাচনী নীতিশ কুমার প্রতিশ্রুতি হিসেবে রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। দেওয়া কথামতো নীতিশ কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলেন, ধীরে ধীরে রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সেই লক্ষ্যেই প্রথমে দেশি মদ এবং পরবর্তী সময়ে দেশে তৈরি বিদেশি মদ বিক্রিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে নীতিশ কুমারকে উদ্দেশ্য করে জুতা ছোড়ার ঘটনা এটাই প্রথম নয়, এর আগে ২০১৫ সালে বিধানসভার নির্বাচনে প্রচারের সময় তাঁকে লক্ষ্য করে জুতা ছোড়ার ঘটনা ঘটেছিল। এর আগে ২০১৩ সালের ২৩ ডিসেম্বর বিহারের একটি অনুষ্ঠানেও নীতিশ কুমারকে লক্ষ্য করে জুতা ছোড়া হয়। তবে এই তিনবারের কোনোবারই বরাত জোরে জুতা নীতিশ কুমারের গায়ে লাগেনি।

কলকাতা সংবাদদাতা