বেলুন নিয়ে এবার মুখোমুখি ভারত-পাকিস্তান
আকাশে বড় বেলুন দেখতে পাওয়াবিষয়ক ফোনে গত বুধবার দফায় দফায় বোমাতঙ্ক ভারতের রাজধানী দিল্লিতে। প্রজাতন্ত্র দিবসের একদিন পর আকাশে দেখা যায় একটি বড় বেলুন। আর গুজব ছড়িয়ে পড়ে এই বেলুনে রাখা বিস্ফোরক দিয়েই হামলা হবে দিল্লিতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তখন আতঙ্কের ঢেউ।
পরে সন্ধ্যায় নানা পরীক্ষার পর ভারতের বিমানবাহিনীর যুদ্ধবিমান ‘সুখোই-৩০’ দিয়ে বেলুনগুলোকে নিরাপদ দূরত্বে নিয়ে গুলি করে ফেলে দেওয়া হয়। এনডিটিভি জানিয়েছে, এরপর সেই বেলুনের নমুনা নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য।
আর বেলুনগুলোর নমুনা দেখে নানা পরীক্ষার পর ভারতের প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে এগুলো পাকিস্তান থেকে ছাড়া হয়েছিল বলে মনে করছে তারা।
আর প্রতিরক্ষা অধিদপ্তরের এই মতামতের পর বেলুন নিয়ে মুখোমুখি দুই বিবদমান প্রতিবেশী দেশ। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, বেলুন-বিতর্ককে হাল্কাভাবে নিতে নারাজ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সহায়তা চেয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে। সেখানে তারা আর্জি জানিয়েছে, এই ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলুক পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন, মার্কিন-নির্মিত একটি হিলিয়াম গ্যাস-চালিত বেলুনকে দেখা গিয়েছিল রাজস্থানের আকাশে উড়তে। বেলুনটি জয়সলমিরের আকাশে মাটি থেকে ২৫ হাজার ফুট উচ্চতায় চক্কর দিচ্ছিল। সে বেলুনটিও ধ্বংস করেছিল ভারতীয় বিমানবাহিনীই। পরে ভারত দাবি করে বেলুনটি পাকিস্তান থেকে এসেছিল।
এদিকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা জাহেদিন আজিজ সংবাদমাধ্যমকে বলেন, ‘ভারত এখন সবকিছুতেই আমাদের ভুত দেখছে। এই অবস্থায় বন্ধুত্বপূর্ণ আলোচনা কঠিন হবে বলে মনে করি।’
এদিকে, স্থগিত হওয়া ভারত ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক কবে হবে, তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে উভয় দেশই কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি।
গত সোমবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আব্দুল বাসিত এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে বৈঠক হবে। তবে, সেই সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছে নয়াদিল্লি।

অনলাইন ডেস্ক