ভোটারের কার্ডে সালমানের ছবি, বয়স ৬৪!
ভোটার পরিচয়পত্রে বলিউড অভিনেতা সালমান খানের ছবি। বাবার নাম দেওয়া হয়েছে সলিম খান। বিপত্তি বেধেছে বয়সে।
অভিনেতা সালমান খানের বয়স ৫০ হলেও ‘ভুল’ সেই পরিচয়পত্রে লেখা হয়েছে ৬৪ বছর। আর এতেই আটকে গেছেন ভোটার। দিতে পারেননি ভোট।
ঘটনাটি ভারতের। গতকাল মঙ্গলবার ছিল গ্রেটার হায়দরাবাদের পৌর নির্বাচন। সে নির্বাচনে স্থানীয় গ্রেটার হায়দরাবাদের গৌলিপুরা বুথে ভোট দিতে যান এক ভোটার।
সেই ভোটারের হাতে থাকা কার্ড দেখেই চক্ষু চড়কগাছ দায়িত্বরত কর্মীদের। তাঁরা ওই ভোটারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু বেচারার কী দোষ! তিনি সাফ জানিয়ে দেন, তাঁর নামে এই কার্ডটাই এসেছে। কিন্তু এটা যে ভুলভাল কার্ড, সেটা বুঝে ওই ব্যক্তিকে ভোট দিতে দেননি কর্তব্যরত কর্মকর্তারা।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভোটার কার্ড তৈরির সময় স্রেফ গাফিলতির কারণেই এ ধরনের ঘটনা ঘটে। এর আগে এ ধরনের নানা আজব ঘটনার প্রমাণ রয়েছে ভারতীয় ভোটার কার্ডে।

কলকাতা সংবাদদাতা