কেজরিওয়ালকে জুতা কেনার টাকা পাঠালেন ব্যবসায়ী!
গায়ে চিরচেনা ফুলহাতা সোয়েটার। মোজাপরা পায়ে রাবারের চটি তাঁর নিত্যকার পোশাক। আর এই চটিজুতা পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে দেখা করে এসেছেন ভারতের নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর সংবাদমাধ্যমে এই ছবি দেখার পর কেজরিওয়ালকে জুতা কেনার জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন এক ব্যবসায়ী।
এনডিটিভি জানিয়েছে, গত সোমবার কেজরিওয়ালের কার্যালয়ে ৩৬৪ টাকার একটি ডিমান্ড ড্রাফট পাঠিয়েছেন বিশাখাপত্তনমের ব্যবসায়ী সুমিত। আর সেই টাকা কেজরিওয়ালের অফিসে পৌঁছেছে গতকাল বৃহস্পতিবার। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কেজরিওয়ালের উদ্দেশে একটি খোলা চিঠিও লিখেছেন তিনি।
চিঠিতে সুমিত জানিয়েছেন, তিনি একজন ছোট ব্যবসায়ী। কাউকে সাহায্য করার সামর্থ্যটুকু তাঁর নেই। তবে দিল্লি সরকার তার কর্মচারীদের জুতা কেনার জন্য যথেষ্ট টাকা দিতে পারে না, তা জানতে পেরে তিনি ‘মর্মাহত’। সে কারণে একজন ‘দায়িত্ববান’ নাগরিক হিসেবে তিনি মুখ্যমন্ত্রীকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য ‘ব্যতিক্রমী পোশাক পছন্দের’ পুনরাবৃত্তি এড়াতেই দিল্লির মুখ্যমন্ত্রীকে তিনি জুতা কেনার টাকা পাঠিয়েছেন।

চিঠিতে সুমিত লেখেন, রাষ্ট্রপতি ভবনে আপনি দেশের প্রতিনিধিত্ব করছিলেন। এটা রামলীলা ময়দান বা যন্তরমন্তরে আম আদমি পার্টির কোনো ধরনা মঞ্চ ছিল না যে যা খুশি পরে চলে যাওয়া যাবে। নিজের পছন্দসই পোশাক সবাই পরতে পারে। কিন্তু কোনো কোনো অনুষ্ঠান ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে হয়। আপনি যথেষ্ট পরিণত একজন মানুষ। আশা করি পরেরবার থেকে এ ধরনের অনুষ্ঠানে সঠিক পোশাক পরে যাবেন।

অনলাইন ডেস্ক