রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত
রাশিয়ার পশ্চিমাঞ্চলের পিস্কভ প্রদেশে একটি ‘এমআই-৮’ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ক্রুসহ ৪ সেনা নিহত হয়েছেন। গতকাল সোমবার এই দুর্ঘটনা ঘটে। পিস্কভ প্রদেশ দেশটির রাজধানী মস্কো থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বিমানবাহিনীর এক প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিবৃতিতে বলা হয়, নিহতদের তিনজন বিমানবাহিনীর পাইলট এবং একজন টেকনিশিয়ান। ওই অঞ্চলে তীব্র তুষারঝড়ের কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ১৯৬০-এর দশকে তৈরি করা ‘এমআই-৮’ হেলিকপ্টারটি দূরবর্তী অঞ্চলে লোকজন ও মালামাল পরিবহনে ব্যবহার করে। তবে এ হেলিকপ্টার দুর্ঘটনায়ও পড়ে তুলনামূলক বেশি। এর আগে ২০১৪ সালের জুন মাসে এমআই-৮ হেলিকপ্টার দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছিল।