সিঙ্গাপুরে যৌন হেনস্তার দায়ে বাংলাদেশি শ্রমিকের ১০ মাসের কারাদণ্ড
সিঙ্গাপুরে যৌন হেনস্তার দায়ে এক বাংলাদেশি শ্রমিকের ১০ মাসের কারাদণ্ড ও তিনটি বেত্রাঘাতের রায় দিয়েছেন আদালত। আজ শনিবার এই রায় দেওয়া হয়েছে।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন নির্মাণশ্রমিক সেতু মোহাম্মদ ইসমোতোহা (২৬)।
আদালত সূত্রে জানা গেছে, ১৭ বছর বয়সী এক কিশোরী সিঙ্গাপুরের নভেনা এমআরটি স্টেশন থেকে বাড়ি ফিরছিল। ভেলোসিটি মলের বাইরে বাস্কেটবল মাঠে ভিড়ের মধ্যে অসাবধানতায় ওই শ্রমিকের সঙ্গে তার ধাক্কা লাগে। এরপর তিনি ওই কিশোরীর পিছু নেন। একপর্যায়ে তাকে জড়িয়ে ধরে যৌন হেনস্তা করেন। এ সময় ওই কিশোরী সাহায্য চেয়ে চিৎকার-চেঁচামেচি করলে এক পুরুষ পথচারী তাকে সাহায্য করতে এগিয়ে আসেন।
বাড়ি ফিরে যৌন হেনস্তার শিকার ওই কিশোরী তার বাবাকে এ ঘটনার কথা জানায়। তার বাবা পুলিশকে খবর দেন। পুলিশ সেতুকে খুঁজে বের করে এবং এ ঘটনার কয়েকদিন পর আল-জুনাইদ এমআরটি স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গত বৃহস্পতিবার আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) ডয়নি লাম সেতুর এই কর্মকাণ্ডকে ‘অশালীন ও নির্লজ্জ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সেতু অনেকক্ষণ ধরে তাকে যৌন হেনস্তা করেছিল, যা ওই কিশোরীর জন্য পীড়াদায়ক ছিল। তাই সে চিৎকার করে সাহায্য চেয়েছে।’
মায়ের অসুস্থতার কথা জানিয়ে সেতু কম সাজার জন্য আবেদন করেছিলেন। শ্লীলতাহানির জন্য সেতুর দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত।