বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্রের পর্দা
বড়পর্দায় টিভি দেখতে পছন্দ করেন সবাই। আর সিনেমা হলের বড়পর্দায় ছবি- সে তো স্বপ্নের মতোই। এই বড়পর্দা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছিল চীনের প্রতিষ্ঠান ‘স্টার স্ক্রিন কোম্পানি’। দীর্ঘ গবেষণার পর এবার বিশ্বের সবচেয়ে বড় পর্দাটি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
চিনের আনহুই প্রদেশের স্টার স্ক্রিন কোম্পানি লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানটির দাবি, ১০০ ফুট চওড়া ও ২৫ ফুট উচ্চতাবিশিষ্ট ১.৬ টন ওজনের চলচ্চিত্রের পর্দা বানিয়েছে তারা; যা বিশ্বের সবচেয়ে বড়।
নির্মাতাদের দাবি, এই চলচ্চিত্রের পর্দা তৈরি করতে দুই বছর সময় লেগেছে। এটিকে চিনের স্টেট ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশনের অধীন ‘সায়েন্স ও টেকনোলজি কমিটি’ স্বীকৃতিও দিয়েছে।
প্রতিষ্ঠানটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রথমে স্ক্রিনের সব জায়গা সমতল ছিল না। এ ছাড়া স্ক্রিন রেজুলিউশন নিয়েও সমস্যা ছিল। সেসব একেবারে নিখুঁত করতেই এতদিন সময় লেগেছে বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে চীন থেকেই মোট আটটি নতুন অর্ডার পেয়েছে সংস্থাটি। আগামী দিনে দেশে-বিদেশে এই অর্ডারের সংখ্যা অনেক বাড়বে বলে আশাবাদী সংস্থাটি।

অনলাইন ডেস্ক