ফিলিপাইনের দ্বীপে ইসলামী জঙ্গিদের সঙ্গে যুদ্ধে ১৮ সেনা নিহত
ফিলিপাইনের দক্ষিণে বাসিলান দ্বীপে ইসলামী জঙ্গি সংগঠন আবু সায়াফের সদস্যদের সঙ্গে যুদ্ধে দেশটির ১৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অর্ধশতাধিক সেনা জখম হয়েছেন।
স্থানীয় সময় শনিবারের এ যুদ্ধে এক মরক্কোর নাগরিকসহ পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে ফিলিপাইনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
বিবিসির এক খবরে বলা হয়, আবু সায়াফের এক কমান্ডার ইসনিলন হাপিলনকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এই জঙ্গি নেতার ইসলামিক স্টেটের সঙ্গে সংযোগ রয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
প্রতিবেদনে বলা হয়, ইসনিলন হাপিলনের খোঁজ জানতে পাঁচ মিলিয়ন ডলার বা ৪০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
বাসিলানের ওই যুদ্ধে আবু সায়াফের অন্তত ১০০ সদস্য অংশ নেন। এ যুদ্ধে অন্তত চার সেনাসদস্যের শিরশ্ছেদ করেছে বলে এএফপিকে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র।

অনলাইন ডেস্ক