আত্মঘাতী বোমা বিস্ফোরণে কাঁপল দক্ষিণ রাশিয়া, তিন হামলাকারী নিহত
রাশিয়ার সস্তাভরোপল অঞ্চলে উত্তর ককাসাসের কাছে একটি গ্রামে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।
আরটি ডটকমের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, তিনজন লোক ওই হামলা চালায়। মুসলিম অধ্যুষিত উত্তর ককাসাস এলাকার কাছে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একজন আত্মঘাতী বোমা হামলা চালাতে পেরেছে। তবে অন্য দুইজনকে পুলিশ হত্যা করেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
রাশিয়ার অন্য একটি সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে এই হামলার সময় পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।