প্রাক্তনকে চুমুর চেষ্টা, যুবকের জিভ কামড়ে ছিঁড়লেন তরুণী
জোর করে সাবেক প্রেমিকাকে চুমু খেতে চেষ্টা করেছিলেন এক যুবক। এ সময় আত্মরক্ষার্থে যুবকের জিহ্বা কামড়ে ছিঁড়ে দেন ওই তরুণী। ভারতের উত্তর প্রদেশের কানপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, কানপুরের বাসিন্দা অভিযুক্ত ওই ব্যক্তির নাম চম্পি (৩৫)। তিনি বিবাহিত। ওই নারীর সঙ্গে তার পূর্বের সম্পর্ক ছিল।
পুলিশ আরও জানায়, ওই নারী বর্তমানে বাবা-মায়ের পছন্দে অন্য জায়গায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এজন্য তিনি চম্পির কাছ থেকে দূরত্ব বজায় রাখছিলেন। এতে চম্পি হতাশ হয়ে পড়েন এবং প্রায়ই ওই নারীর সঙ্গে দেখা করার চেষ্টা করতেন।
গত সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ওই নারী গ্রামের একটি পুকুরের ধারে চুলার জন্য মাটি আনতে গিয়েছিলেন। তাকে একা পেয়ে চম্পি সেখানে হাজির হন। এ সময় তাকে জাপটে ধরেন এবং শ্লীলতাহানি করেন। তরুণী বাধা দেওয়ার চেষ্টা করলেও চম্পি তাকে জোর করতে থাকেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন।
নিজেকে বাঁচাতে ওই নারী আত্মরক্ষার্থে চম্পির জিভে সজোরে কামড় দেন। এতে চম্পির জিহ্বার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় যুবকের চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং চম্পির পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চম্পিকে কানপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেপুটি কমিশনার অফ পুলিশ দীনেশ ত্রিপাঠী জানান, অভিযুক্ত চম্পির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক