সিরিয়ায় মসজিদের পাশে মোটরসাইকেল বোমা, বিস্ফোরণে একাধিক নিহত
সিরিয়ার লাতকিয়া শহরে এক মসজিদের কাছে মোটরসাইকেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিরিয়ার বোমা হামলার ফাইল ছবি
সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় মসজিদের কাছে বোমা বিস্ফোরণে একাধিক নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে আল-কাট্যুর জেলায় এ ঘটনা ঘটে।
সিরিয়ার সংবাদমাধ্যম সানা জানায়, মসজিদের বাইরে মোটসাইকেল বোমা বিস্ফোরিত হয়।
সিরিয়ার টেলিভিশন চ্যানেল ইকবারিয়া জানায়, বিকেলের নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার পথে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। হামলাকারীদেরও শনাক্ত করা যায়নি।
সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজের শহর। তাঁর বংশের অনেকের আবাস ওই শহরে। সম্প্রতি সিরিয়ার গৃহযুদ্ধের হাওয়া লাতকিয়ায়ও পৌঁছেছে।
গত মাসে এক বোমা হামলায় লাতকিয়ার পার্শ্ববর্তী শহরে ১২ জনের বেশি ব্যক্তি নিহত হন। মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে।

অনলাইন ডেস্ক