আইওয়া থেকে প্রচার শুরু করবেন হিলারি
২০১৬ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী রোববার আইওয়া অঙ্গরাজ্যে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
হিলারির প্রচার কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী রোববার আইওয়ার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন হিলারি। ওই দিন স্থানীয় সময় দুপুরে টুইটার বার্তার মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দেবেন হিলারি। পরে ভিডিও ও ইমেইলের মাধ্যমেও এ ঘোষণা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি এক সপ্তাহ থাকবেন।
বিভিন্ন রাজ্যে হিলারির প্রচারের সময়সূচি সম্পর্কে বারবার প্রশ্ন করেও তাঁর মুখপাত্র নিক মেরিলের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য একটি সূত্র জানিয়েছে, আসন্ন দিনগুলোতে আইওয়াতে প্রচার শুরু করবেন হিলারি।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে হিলারিই প্রথম প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন। হোয়াইট হাউসের মসনদে বসতে তাঁর এ ঘোষণায় আলোচনা শুরু হবে বিভিন্ন মহলে। নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।
২০০৮ সালে প্রাক-বাছাইয়ে আইওয়াতে তৃতীয় স্থানে ছিলেন হিলারি। এ কারণেই এই অঙ্গরাজ্যকে দুর্বল নির্বাচনী এলাকা হিসেবে ধরে প্রচারণা শুরু করতে যাচ্ছেন তিনি।

অনলাইন ডেস্ক